পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
অবিলম্বে গ্রেফতারকৃত সকল আলেম-উলামাদের নি:শর্ত মুক্তির দাবি জানিয়েছে খেলাফত মজলিস। গতকাল শনিবার এক বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, পরিচ্ছন্ন রাজনীতিবিদ ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড. আহমদ আবদুল কাদেরকে সরকার গতকাল অন্যায়ভাবে গ্রেফতার করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। বিগত কয়েক দিনে লকডাউন দিয়ে আলেম উলামাদের উপর ক্র্যাকডাউন চালানো হচ্ছে। ইতিমধ্যে অসংখ্য আলেম উলামাকে গ্রেফতার করে সরকার নিজেদের অকল্যাণই ডেকে নিয়ে আসছে। পবিত্র রমজান মাসে তাদেরকে রিমান্ডের নামে নির্যাতন চালানো হচ্ছে। আলেম-উলামা ও দেশপ্রেমিক জনগণের উপর এভাবে মামলা ও গ্রেফতার নির্যাতন দেশের জন্য কোন শুভ ফল বয়ে আনবে না।
বিবৃতিতে মাওলানা ইসহাক অবিলম্বে দেশের আলেম-উলামাদের গ্রেফতার, নির্যাতন বন্ধ ও খেলাফত মজলিস মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরসহ গ্রেফতারকৃত সকলের অবিলম্বে নি:শর্ত মুক্তি দাবি করেন। একই সাথে দেশপ্রেমিক তাওহিদী জনতার বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।