Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রানা প্লাজার ১১৩৬ শ্রমিক হত্যার বিচার চায় স্কপ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

রানাপ্লাজা শ্রমিক হত্যাকান্ডের ঘটনার ৮ বছর পরও বিচার না হওয়ার উদ্বেগ প্রকাশ করে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ স্কপ। গতকাল রানাপ্লাজা ধ্বংসের ৮ বছর পূর্তি উপলক্ষ্যে নিহত শ্রমিকদের জুরাইন কবরস্থানে শ্রদ্ধা ও মোনাজাত করে এ দাবি জানানোয় হয়।
স্কপ নেতৃবৃন্দ বলেন, ৮ বছর অতিক্রান্ত হলেও রানাপ্লাজা ধ্বসে ১১৩৬ জন শ্রমিকের তাৎক্ষণিক মৃত্যুও মত নির্মম ঘটনার আভিযোগ পত্র দিতেই সময় নেওয় হয়েছে ৩ বছর আর ৮ বছর পরও বিচার সম্পন্ন হয়নি। ভবন মালিক সোহেল রানা ব্যাতিত অভিযোগ পত্রের ৪১ জন আসামির আর কেউ কারাগারে নেই। শ্রমিক হত্যার জন্য এদেশে কোন শাস্তি পেতে হয়না রানাপ্লাজা শ্রমিক হত্যাকান্ডের বিচার প্রক্রিয়া তারই উদাহরণ। বিচারহিনতার এই ধরণের দৃষ্টান্তের জন্যই স্বাধিনতার ৫০ বছরে এসে ৮ ঘন্টা কাজ, বকেয়া বেতনের দাবি করায় শ্রমিকদের গুলি করে হত্যা করার মত ঘটনা ঘটছে। নেতৃবৃন্দ, অবিলম্বে রানাপ্লাজা ধ্বসসহ কর্মক্ষেত্রে শ্রমিক হত্যার জন্য দায়িদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ স্কপের পক্ষ এ সময় উপস্থিত ছিলেন স্কপ নেতা রাজেকুজ্জামান রতন, সাইফুজ্জামান বাদশা, সুলতান আহমেদ, মঞ্জুরুল ইসলাম, খালেকুজ্জামান লিপন, ফিরোজ হোসেন, আফজাল হোসেন, রতন মিয়া, সফিউল আলম বুলু, আব্দুল গণি রাজা, এস,এম,কাদিও, মাহবুবুল আলম বাদল প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হত্যার

১৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ