Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইন্টারনেট কাঁপাচ্ছে কারিশমার ‘কার্বন কপি’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

পাকিস্তানি এক সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বলিউডের অভিনেত্রী কারিশমা কাপুরের সঙ্গে তার অসাধারণ মিলকে ব্যবহার করে নেট দুনিয়ায় ঝড় তুলেছে। এর মধ্যেই এই মিলের কারণে তার ইনস্টাগ্রাম ফলোয়ার ৪০ হাজার ছাড়িয়েছে। তিনি ‘রাজা হিন্দুস্তানি’ ফিল্মের ‘কিতনা পেয়ারা তুঝে রাবনে বানায়া’, ‘কুলি নাম্বার ওয়ান’ ফিল্মের ‘হুসন হ্যায় সুহানা’র মত গানগুলোর মত কারিশমার ঠোঁট মেলানো গানগুলো তার অ্যাকাউন্টে লিপসিঙ্ক করে নিয়মিত পোস্ট করে আসছেন। এই কাজটি করেই তিনি কারিশমার ‘কার্বন কপি’ উপাধি পেয়েছেন। এই পাকিস্তানি তরুণীর নাম হিনা খান (ছবিতে বামে)। হিনা জানিয়েছেন তিনি কারিশমার বড় ভক্ত। টিকটক ভিডিওর মাধ্যমে হিনা রাতারাতি ইন্টারনেট সেনসেশন বনে যান। ২৭ বছর বয়সী এই তরুণী লন্ডনে চিকিৎসা শাস্ত্র নিয়ে পড়াশোনা করছেন। তিনি এক সাক্ষাতকারে বলেছেন, “অনেকের প্রতিক্রিয়া আমি দেখতে একেবারে কারিশমার মত- অনেকে ভিডিওতে আমাকে দেখে মনে করে আমি সে। অনেকে বলেছে আমাকে দেখার পর পাঁচ সেকেন্ড পর মানুষ বুঝতে পারে আমি কারিশমা নই, এমনও শুনেছি।” টিকটকে তার ভিডিও ১.১ কোটি ভিউ পেয়েছে আর ইনস্টাগ্রামে ৭০ লাখ। তিনি জানান অনেক সময় তাকে বিরূপ মন্তব্যও শুনতে হয়। “অনেকে বলে আমি প্লাস্টিক সার্জারি করিয়েছি, অনেকে জিজ্ঞাসা করে আমি মুখে কিছু লাগিয়েছি কিনা। একজন একবার বলেছিল, ‘তোমাকে দেখতে কারিশমার মত বলে তার মত করে হাস কেন?’,” হিনা বলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ