Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

কক্সবাজারের পেকুয়ায় বনদস্যুদের হাতে কাঠ ব্যবসায়ী নিহত

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০২১, ৩:১৪ পিএম

পেকুয়ায় নেজাম উদ্দিন (৩৫) নামে এক কাঠ ব্যবসায়ীকে বুকে গুলি করে হত্যা করেছে বনদস্যুরা। গুলি করার পর তার মৃত্যু নিশ্চিত করতে ধারালো দা দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করে তার লাশ।

এলাকার বনদস্যু রাজা খ্যাত জাহাঙ্গীর ও তার বাহিনীর লোকজন এই ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে।

শুক্রবার দিনগত রাত ১টার দিকে বারবাকিয়া ইউপির পূর্ব ভারুয়াখালী এলাকায় এঘটনা ঘটে।

নিহত নেজাম উদ্দিন একই এলাকার মৃত ছব্বির আহমদের ছেলে ও বারবাকিয়া বাজারের খুচরা কাঠ ব্যবসায়ী।

নিহত ব্যবসায়ীর স্ত্রী শামিনা আক্তার বলেন, তার মামা রহিমদাদের বসতভিটা সন্ত্রাসী কায়দায় দখল করে নেন বারবাকিয়া পাহাড়িয়াখালী এলাকার ডাকাত জাফর আলমের ছেলে ইউপি সদস্য বনের রাজা খ্যাত জাহাঙ্গীর ও তার বাহিনীর লোকজন।

এ ঘটনার প্রতিবাদ করতে গিয়ে বেশ কয়েকবার আহতও হয় তার মামার পরিবার। মামার অবর্তমানে ভাগনি জামাতা হিসাবে তার স্বামী বিভিন্ন সময় তার মামার পরিবারকে সাহায্য সহযোগিতা করতো। যার কারণে ক্ষিপ্ত হয়ে ওঠেন এ সন্ত্রাসী বাহিনী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত

২৯ ডিসেম্বর, ২০২২
২২ ডিসেম্বর, ২০২২
৭ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ