Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রিটেনে করোনার ৩য় ঢেউ ঠেকাতে অ্যান্টিভাইরাল্স টাস্কফোর্স

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০২১, ১২:০০ এএম

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন যে, ব্রিটিশদের অবশ্যই কোভিডের তৃতীয় ঢেউয়ের সম্ভাবনার বিষয়ে সংশয় রাখা উচিত নয়। মঙ্গলবার ডাউনিং স্ট্রিটে এক সংবাদ বিবৃতিতে জনসন বলেন, ‘বিজ্ঞানের বেশিরভাগ মতামত বিশ্বাস করে যে, ২০২১ সালেই তৃতীয় ঢেউ আসবে, ব্রিটিশদের অবশ্যই এটির জন্য প্রস্তুত থাকতে হবে এবং কোভিডের সাথে বাঁচতে শিখতে হবে।

বরিস জনসন ঘরে বসে ব্যবহার করার মতো ওষুধ-পথ্যসহ কোভিড-১৯ এর চিকিৎসার জন্য নতুন ওষুধগুলো নিয়ে কাজ করার জন্য একটি নতুন ‘অ্যান্টিভাইরাল্স টাস্কফোর্স’ ঘোষণা করেছেন। তিনি বলেন, ‘এর অর্থ হ’ল, উদাহরণস্বরূপ, আপনি যদি ভাইরাস পজিটিভ পরীক্ষিত হন, বাড়িতে কোনও ট্যাবলেট থাকলে আপনি ভাইরাসটির গতি থামিয়ে দিতে পারেন এবং আরও গুরুতর রোগে পরিণত করার ক্ষেত্রে সংক্রমণের সম্ভাবনাকে উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে পারেন।’

জনসন বলেন, ‘আমরা বিশ্বজুড়ে রেকর্ড সংখ্যক নতুন সংক্রমণ নিয়ে অন্যান্য দেশগুলিতে কী ঘটছে তা দেখে, কোভিড চলে গেছে বলে আমরা নিজেদের বিভ্রান্ত করতে পারি না।’ জনসন বলেন, ‘এখন তথ্যগুলোতে এমন কিছুই নেই যা আমাদের ভাবায় যে আমরা যে রোডম্যাপটি সেট করেছি তা থেকে বিচ্যুত হতে হবে। তবে বিজ্ঞানের বেশিরভাগ মতামত এখনও এই যে, এই বছরের কোনও এক পর্যায়ে কোভিডের আরেকটি ঢেউ ্আসবে। আমাদের অবশ্যই এ রোগের সাথে বাঁচতে শিখতে হবে।’

তিনি আরো বলেন যে, টাস্কফোর্স সবচেয়ে সম্ভাবনাময় অ্যান্টিভাইরাসগুলি সম্ভাব্য দ্রত মোতায়েন নিশ্চিত করবে। তিনি বিবৃতিতে বলেন, ‘সেগুলো উদ্বেগজনক নতুন ধরনগুলোর জন্যও সুরক্ষার আরেকটি স্তর হতে পারে।’
উল্লেখ্য, মঙ্গলবার পর্যন্ত করোনার সংক্রমণে ব্রিটেনে ৩৩ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে ব্রিটেনের মোট মৃত্যুর সংখ্যা ১২ লাখ ৭ হাজার ৩ শ’ ৭ এ পৌঁছেছে। এপর্যন্ত দেশটিতে ৩৩ মিলিয়ন লোক ব্যাকসিনের ১ম ডোজ গ্রহণ করেছে। সূত্র : ইভনিং স্ট্যান্ডার্ড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ