মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আল্লাহর অফুরন্ত রহমতের মাস রমজানুল মুবারক। বিশ্ব মুসলিমের জন্য বয়ে আনে মুক্তির বার্তা। ধর্মপ্রাণ মুসলমানের জন্য মাহে রমজান নেয়ামতস্বরূপ। আর মহিমান্বিত এ মাসে সিয়াম সাধনায় লিপ্ত সংযমী মানুষদের প্রতি আরবদের যে কী অপার শ্রদ্ধাবোধ তা দেশটিতে করোনা শুরু হওয়ার আগে বিগত রমজানের ইফতার আয়োজন চোখে না দেখলে বুঝা যেতো না। কিন্তু করোনা যেন আরবদের ইফতার আতিথেয়তার সেই গুণটি ম্লান করে দিয়েছে এবারের রমজানেও। দেশটিতে করোনা শুরুর আগে বিগত রমজানে সরকারি ও বেসরকারিভাবে পাড়া-মহল্লায় কিংবা বড় বড় মসজিদের পাশে তাঁবু টাঙিয়ে বিশাল প্যান্ডেল বানিয়ে রোজাদারদের সম্মানে ব্যাপকভাবে ইফতারের আয়োজন করা হতো। আবার রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে গাড়ি থামিয়ে আরবদেরকে ইফতার বিতরণ করতেও দেখা যেতো। তাছাড়া রমজানে ইফতারের সময় একজন অন্যজনকে প্রাধান্য দেয়া কিংবা জোর করে ইফতারে শরীক করানো দেখলে তখন মনে হতো যেন হাজার বছর ধরে বংশ পরম্পরায় ধারণ করা ইফতার আতিথেয়তার গুণটি আরবরা এখনো ধরে রাখার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু করোনার বিস্তার রোধে গণজমায়েত এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশে ইফতার আয়োজন বন্ধ রাখায় আরবদের ইফতার আতিথেয়তার সেই জৌলুস নেই এবারের রমজানেও।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।