Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুলিশের কড়াকড়িতে সিলেটে যান চলাচল কমেছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০২১, ৬:০৯ পিএম

লকডাউনে পুলিশের কঠোর অবস্থানের কারণে সিলেটে কমেছে যানবাহন চলাচল। আগের দিন সোমবার নগরীর ১৪টি পয়েন্টে বসানো বাঁশের ব্যারিকেড আজ মঙ্গলবারও বহাল ছিল। ফলে যারা প্রাইভেটকার, সিএনজি অটোরিকশা, রিকশা ও মোটর সাইকেল নিয়ে রাস্তায় বের হয়েছিলেন তারা প্রতিবন্ধকতার মুখোমুখি হন।

ব্যারিকেড ছাড়াও পুলিশ বিভিন্ন স্থানে যানবাহন আটকে পাস দেখতে চেয়েছে। পাস দেখাতে না পারলে ঠুকে দিয়েছে মামলা। আজ মঙ্গলবার নগরীর কোর্ট-পয়েন্ট, চৌহাট্টা ও আম্বরখানাসহ বিভিন্ন স্থানে পুলিশ যানবাহন আটকে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করে। অতি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হয়েছেন মনে হলেই যানবাহন থেকে নামিয়ে দিয়ে ফিরিয়ে দিয়েছে। এছাড়া কাগজপত্র ও পাস দেখাতে ব্যর্থ হওয়া যানবাহনের বিরুদ্ধে পুলিশকে মামলা দিতে দেখা গেছে।

আজ মঙ্গলবার রাস্তায় যানবাহন চলাচল কমলেও আগের দিনের চেয়ে বেড়েছে জনসমাগম। নগরীর বন্দরবাজার ও আম্বরখানায় কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে আসা মানুষের মধ্যে স্বাস্থ্যবিধির বালাই ছিল না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলেট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ