Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পছন্দের ভ্যাকসিন মিষ্টি বেছে নেয়ার সুযোগ!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০২১, ৪:৩৫ পিএম

ইউরোপের দেশ হাঙ্গেরিতে করোনাভাইরাসের কয়েক ধরনের ভ্যাকসিন দেয়া হচ্ছে। তবে এ ক্ষেত্রে গ্রহীতার জন্য পছন্দের ভ্যাকসিন বেছে নেয়ার কোন সুযোগ নেই। এই অপ্রাপ্তি ঘোচাতে অভিনব কৌশল নিয়েছে দেশটির এক পেস্ট্রিশপ। তারা বিভিন্ন টিকার রং আর থিমে তৈরি করেছে নতুন এক পেস্ট্রি। গ্রাহক যেকোনো টিকার থিমের পেস্ট্রি কিনে খেতে পারেন সেখান থেকে।

জানা গেছে, হাঙ্গেরিতে করোনার টিকা পছন্দ করার সুযোগ না থাকায় কিছুটা অসন্তুষ্ট টিকাগ্রাহকেরা। একই টিকা যারা নিয়েছেন, নিজেদের মধ্যে যোগাযোগে তাদের অনেকেই ফেসবুকে গ্রুপ খুলে সংযুক্তও হচ্ছেন। এই পরিস্থিতিতেই টিকার থিমের ওই মিষ্টান্ন আলোচনায় উঠে এসেছে। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের উত্তর-পূর্বাঞ্চলে ছোট শহর ভেরেসেগিহাজের একটি পেস্ট্রিশপ সুলিয়ান। তারাই ওই অভিনব মিষ্টান্ন নিয়ে হাজির হয়েছে। এ ব্যাপারে সুলিয়ান পেস্ট্রিশপের কর্মী কাতালিন বেনকো বলেন, ‘এখানে মানুষ পছন্দ অনুযায়ী মিষ্টান্ন নিতে পারেন। কোনো নিবন্ধনের প্রয়োজন নেই, কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও নেই। যে কেউ এই খাবার খেতে পারে। এর একমাত্র পার্শ্বপ্রতিক্রিয়া হলো, খাওয়ার পর আপনার মুখে তৃপ্তির হাসি ফুটবে।’

পেস্ট্রিশপটি বিভিন্ন রঙের জেলি দিয়ে ওই মিষ্টান্ন তৈরি করেছে। প্রতিটা রং করোনার একেকটি টিকার প্রতিনিধিত্ব করে। হলুদ রং প্রতিনিধিত্ব করে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার। এই টিকার তরলের রং হলদেটে। সবুজ জেলি করে ফাইজার-বায়োএনটেকের টিকার প্রতিনিধিত্ব। কিছুটা গাঢ় রঙের জেলি চীনের সিনোফার্মের তৈরি টিকার প্রতিনিধিত্ব করে। কমলা রঙের জেলি যেন রাশিয়ার স্পুটনিক-ভিকেই স্মরণ করিয়ে দেয়। আর নীল রঙের জেলি মনে করায় যুক্তরাষ্ট্রের মডার্নার টিকা। এসব মিষ্টান্নের ওপর সিরিঞ্জ সাজাতেও ভোলেনি প্রস্তুতকারকেরা। সূত্র: রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ