Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় মৃতদের ডেথ সার্টিফিকেটেও মোদির ছবি রাখার দাবি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০২১, ১১:৫৯ এএম

ভারতে করোনা মহামারি মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া সমালোচনা করেছেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা এবং ভারতের মহারাষ্ট্র রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন, প্রশিক্ষণ ও উদ্যোক্তাবিষয়ক মন্ত্রী নবাব মালিক। তার দাবি, ‘যদি করোনার টিকাদান কর্মসূচির কৃতিত্ব মোদি নেন, সেক্ষেত্রে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর দায়িত্বও মোদিকেই নিতে হবে।’
তিনি আরও বলেন, ‘কোভিড-১৯ টিকা গ্রহীতাদের সার্টিফিকেটে যদি নরেন্দ্র মোদির ছবি ও স্বাক্ষর থাকে, তাহলে করোনায় মারা যাওয়া ব্যক্তিদের ডেথ সার্টিফিকেট বা মৃত্যুর ঘোষণাপত্রেও মোদির ছবি রাখা উচিত।’
মহারাষ্ট্রের ওই মন্ত্রীর দাবি, ‘যদি টিকা দেওয়ার ক্ষেত্রে নিজের ছবি সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃতিত্ব নিতে চান, সেক্ষেত্রে করোনায় মৃত্যু হলেও দায়িত্ব তাকেই নিতে হবে।’
ভারতে করোনা মহামারি ভয়াবহ আকার ধারণ করেছে। দেশটিতে ভয়াবহভাবে বেড়েই চলেছে ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত চারদিন ধরেই দেশটির দৈনিক করোনা সংক্রমণ দুই লাখ ছাড়িয়ে যাচ্ছে এবং প্রতিদিনই সেই সংখ্যা আগের দিনকে ছাপিয়ে যাচ্ছে।
রোববার (১৮ এপ্রিল) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২ লাখ ৬১ হাজার ৫০০ জন। যা শনিবারের তুলনায় প্রায় ২৭ হাজার বেশি। সংক্রমণের এই রেকর্ড বৃদ্ধিতে দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৪৭ লাখ ৮৮ হাজার ১০৯ জনে।
সংক্রমণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভারতে দৈনিক মৃত্যুও লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ১ হাজার ৫০১ জনের। এ নিয়ে মহামারি শুরুর পর থেকে করোনায় আক্রান্ত হয়ে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লাখ ৭৭ হাজার ১৫০ জনে।
অবশ্য পুরো ভারতের মধ্যে মহারাষ্ট্রের অবস্থা সবচেয়ে খারাপ। সেখানে হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় বেড এমনকি জায়গাও নেই। এছাড়া টিকা শেষ হয়ে যাওয়ার অভিযোগও রয়েছে। এই পরিস্থিতিতে নরেন্দ্র মোদিকে মহারাষ্ট্রের ক্যাবিনেট মন্ত্রীর এই আক্রমণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সূত্র : এনডিটিভি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ