Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জেলেদের জন্য সাহায্য বাড়ানোর দাবি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

লকডাউনে জেলেদের জন্য সাহায্যের পরিমাণ বাড়ানোর দাবি জানিয়েছে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল। সংগঠনটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহতাব ও সদস্য সচিব আব্দুর রহিম গতকাল শনিবার এক বিবৃতিতে মৎস্য খাতে প্রণোদনার পরিমাণ বাড়িয়ে সারাদেশের জেলেদেরকে মানবিক কারণে আরো অধিক পরিমাণ সাহায্য দেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন।

তারা বলেন, বাংলাদেশসহ সারাবিশ্বে দ্বিতীয় বার কোভিড -১৯ (করোনা) সংক্রমণ ব্যাপকতা ধারণ করায় সরকার সারাদেশে লকডাউন ঘোষণা করেছে। এমতাবস্থায় শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়েছে। প্রত্যেক বছরের ন্যায় এ বছরও সরকার বাংলাদেশের জলসীমায় ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন মাছ ধরা নিষিদ্ধ করেছে। এসময় জেলেরা অন্যান্য পেশায় জড়িত হতেন। লকডাউনের কারণে তারা সেই সুযোগ থেকেও বঞ্চিত। জেলেদেরকে যে পরিমাণ সাহায্য দিচ্ছে তা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল।

সরকার প্রতি কার্ডধারী জেলেকে ৮০ কেজি করে চাউল দেয়ার প্রতিশ্রুতি দিলেও অধিকাংশ জায়গায় ৪০ কেজি অথবা ক্ষেত্রবিশেষে ৫০ কেজি করে দিচ্ছে। জেলেরা অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে। বর্তমান এই দুর্বিসহ অবস্থায় কার্ডধারী জেলেদেরকে আরো অধিক পরিমাণ সাহায্য দেওয়ার প্রয়োজন।

নেতৃদ্বয় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জেলেদের অসহায়ত্বের কথা বিবেচনা করে সরকার সাহায্যের পরিমাণ না বাড়ালে আমরা তাদেরকে সংঘটিত করে দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব। এই ৬৫ দিনে প্রতি কার্ডধারীকে অন্তত দু’বার নগদ ১০ হাজার টাকা ও ৮০ কেজি করে চাল প্রদান করার দাবি জানান মৎস্যজীবী দলের নেতারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লকডাউন

৭ এপ্রিল, ২০২২
১৩ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ