মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মে পা দিয়েই ভোঁ-দৌড়। কারও পিঠে ব্যাগ, কারও হাতে ঝোলা, কেউ ছোট বাচ্চাকে নিয়ে ছুটছেন। যে করেই হোক স্টেশন থেকে বের হতে হবে। নইলে যে করোনা পরীক্ষা করাতে হবে। আর করোনা ধরা পড়লে সোজা যেতে হবে আইসোলেশনে। ভারতের বিহারের রেলস্টেশনগুলোতে গত কয়েক দিন ধরে এমন অবস্থা দেখা যাচ্ছে। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার রাজ্যের বাইরে থেকে বিহারে আসা রেলযাত্রীদের করোনা পরীক্ষা করানোর কথা কয়েক দিন আগেই ঘোষণা করেছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই সময়ে যারা রাজ্যে ফিরছেন, তাদের জন্যই ম‚লত এই পরীক্ষা। তাদের মাধ্যমে যাতে বিহারে করোনা সংক্রমণ না ছড়ায়, তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেয় বিহার প্রশাসন। সেজন্য স্টেশন, বাসস্টপসহ অন্যন্য জনসমাগম এলাকাগুলোতে করোনা পরীক্ষার বুথের ব্যবস্থা করা হয়েছে। তবে গত কয়েক দিনে রাজ্যের চেষ্টায় তেমন সুফল মেলেনি। উল্টো করোনা পরীক্ষা করার দায়িত্বে থাকা চিকিৎসক ও প্রশাসনের সদস্যদের সঙ্গে ঝগড়া করেন যাত্রীরা। কেউ কেউ আবার কেঁদেও ফেলেন। দেশের অন্যান্য রাজ্যে জীবিকার প্রয়োজনে যাওয়া পরিযায়ী শ্রমিকরা বিহারে ফিরতে শুরু করায় চিন্তায় পড়েছে প্রশাসন। এনটিডিভি, এবিপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।