Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাস্ক ছাড়া দু’বার ধরা পড়লে জরিমানা ১০ হাজার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে মাস্ক ছাড়া কেউ রাস্তায় বেরোলে তাকে সর্বোচ্চ ১০ হাজার রূপি পর্যন্ত জরিমানা করা হতে পারে। রাজ্যটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শুক্রবার এমন একটি আদেশ জারি করেছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। প্রতিবেদনে বলা হয়, মাস্ক ছাড়া প্রথমবার ধরা পড়লে জরিমানা হবে এক হাজার রূপি। পরেরবার ধরা পড়লে জরিমানার অঙ্ক দাঁড়াবে ১০ হাজারে। ভারতে করোনা পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সংক্রমিত হয়েছেন দুই লাখ ১৭ হাজার মানুষ। একইসময়ে মৃত্যুবরণ করেছেন এক হাজার ১৮৫ জন। প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে টানা ষষ্ঠ দিনের মতো ভারতে আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে। পরিস্থিতি সবচেয়ে খারাপ মহারাষ্ট্র রাজ্যে। নতুন রোগীদের মধ্যে ৬১ হাজার ৬৯৫ জনই এখানে।
কেরালা সিদ্ধান্ত নিয়েছে তারা গণহারে কোভিড টেস্ট করবে। শনিবারের মধ্যে দুই থেকে আড়াই লাখ টেস্ট করাবে রাজ্যটি। এছাড়া, উত্তরাখন্ডের হরিদ্বারের কুম্ভ মেলায় অংশ নেওয়া ৩০ জন সাধু করোনা আক্রান্ত হয়েছেন। বিশাল ধর্মীয় সমাবেশ অনুষ্ঠিত হওয়ার সমালোচনার মাঝে যেখানে লাখ লাখ লোক জড়ো হয়েছিল। সূত্র : এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ