পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
করোনার সংক্রমণ রোধে দেশজুড়ে কঠোর লকডাউন জারি করেছে সরকার। এ অবস্থায় দেশের প্রত্যেকটি সড়ক, মহাসড়ক, হাট-বাজারে কঠোর নজরদারি করছে আইনশৃঙ্খলা বাহিনী। তারপরও থেমে নেই মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ঢাকায় ঢুকছে বিভিন্ন মাদকদ্রব্য।
গত মঙ্গলবার রাতে রাজধানীর আদাবর ও মোহাম্মদপুর থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে র্যাব-২ এর একটি দল। এ ঘটনায় ৪ মাদক ব্যবসায়ীকে আটক ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও প্রাইভেটকার জব্দ করা হয়।
র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. আবদুল্লাহ আল মামুন জানান, মাদক ব্যবসায়ীদের একটি চক্র সীমান্তবর্তী এলাকা থেকে ট্রাকযোগে মাদকের একটি বড় চালান নিয়ে গাবতলী বেড়িবাঁধ রোড হয়ে আদাবর থানা এলাকায় আসছে, এমন তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার সন্ধ্যার পর আক্কাস নগর এলাকায় রাস্তার ওপর বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় আন্তঃজেলা মাদক কারবারী চক্রের সদস্য মো. আজিম, মো. আল আমিনকে আটক করে র্যাব। আটক মাদক ব্যবসায়ীদের দেয়া তথ্যের ভিত্তিতে ট্রাকের ড্রাইভারের সিটের পেছনে ২টি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ২৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এদিকে র্যাব-২ এর অন্য একটি দল ১৩ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, একটি চক্র সীমান্তবর্তী এলাকা থেকে প্রাইভেটকারযোগে ফেনসিডিলের চালান নিয়ে রাজধানীর আসাদগেট হয়ে আল্লাহ করিম এলাকায় যাচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে মোহাম্মদপুর থানাধীন টাউনহল এলাকায় পাকা রাস্তার ওপর চেকপোস্ট স্থাপন করে প্রাইভেটকারে তল্লাশি শুরু করে র্যাব। রাত সাড়ে ১০টার দিকে একটি প্রাইভেটকারকে থামার সংকেত দেওয়া হয়। উপস্থিতি টের পেয়ে গাড়ি থামিয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে মো. সাগর, মোছা. রিমু আক্তারকে আটক করে র্যাব। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে প্রাইভেটকারের পেছনের সিটের নিচে তেলের ট্যাংকে বিশেষভাবে লুকিয়ে রাখা ১৯৮ বোতল ফেনসিডিল পাওয়া যায়।
আটক মাদক ব্যবসায়ীরা জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘ দিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য এনে সুকৌশলে ঢাকার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. আবদুল্লাহ আল মামুন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।