Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পারমাণবিক স্থাপনায় ইরানের হামলার আশঙ্কায় ইসরায়েল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ এপ্রিল, ২০২১, ১০:২০ পিএম

নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় হামলার পর এখন ইরানের সম্ভাব্য প্রতিশোধের আশঙ্কায় রয়েছে ইহুদিবাদী ইসরায়েল। ইসরায়েলি নেতাদের নানা বক্তব্যে তাদের উদ্বেগের বিষয়টি ফুটে উঠছে। বৃহস্পতিবার ডব্লিউএবিসি রেডিও-কে দেওয়া এক সাক্ষাতকারে এই অবৈধ রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্ট। -পার্সটুডে

তিনি নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় হামলার দায় স্বীকার না করেই ইরানি নেতাদের প্রতিশোধের হুমকির সমালোচনা করেন। এই সাক্ষাতকারেও ইহুদ ওলমার্ট ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শরণাপন্ন হয়েছেন। ওলমার্ট বলেন, তিনি নিশ্চিত যে, বাইডেন ইসরায়েলের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখেছেন। রবিবার ইরানের পরমাণু শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি জানান, নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার একাংশে গোলযোগ দেখা দিয়েছে।

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, এই নাশকতার জন্য উপযুক্ত সময় ও স্থানে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে। তিনি আরও বলেন, নাতাঞ্জে যেসব সেন্ট্রিফিউজ অকেজো হয়েছে সেগুলো ছিল আইআর-ওয়ান মডেলের। এখন সেখানে উন্নত সেন্ট্রিফিউজ বসানো হবে। এর আগেও ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে সাইবার হামলা চালিয়েছিল আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ