বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কেশবপুর উপজেলার পল্লীতে কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে শিশু সন্তান নিহত ও মা-মেয়ে আহত হয়েছেন।
কেশবপুর থানা পুলিশ জানান, গতকাল বৃহস্পতিবার দুপুরে কেশবপুর উপজেলার বাউশলা গ্রামের মিজানুর রহমানের শিশু পুত্র আব্দুর রহমান (১০) বাড়ির পাশে খেলা করার সময় যুবলীগ নেতা ফারুক হোসেনের টংঘরে কুড়িয়ে পাওয়া বোমা নিয়ে খেলছিল, কিছুক্ষণ পর বোমাটি বিস্ফোরণে ঘটনাস্থলে আব্দুর রহমান (১০) নিহত হয়। পাশে থাকা তার মা নিলুফা বেগম (৩০) ও বোন মারুফা (৩) গুরুতর আহত হয়।
বোমার বিকট আওয়াজে গ্রামবাসী ঘটনাস্থলে এসে গুরুতর আহত মা ও মেয়েকে কেশবপুর হাসপাতালে আনার পর চিকিৎসক খুলনা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেয়।
কেশবপুর থানার ওসি মো. জসিম উদ্দিন সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় থানা পুলিশ ওই টংঘরের পাশে প্রভাবশালী যুবলীগ নেতা ফারুক হোসেনের ঘেরের টং থেকে হেরোইন সেবনের সরঞ্জাম উদ্ধার করে। এসময় পুলিশ বিদ্যনন্দকাঠি ইউনিয়ন যুবলীগ আহবায়ক ফারুক হোসেনকে আটক করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।