Inqilab Logo

রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আবর্জনার গাড়িতে নেয়া হচ্ছে করোনায় নিহত লাশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২১, ১২:০৬ এএম

শহরের আবর্জনা ফেলার গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে করোনায় মৃতের দেহ। ভারতের ছত্তিশগড়ের রাজনন্দগাঁওয়ে হাসপাতাল থেকে এভাবেই সৎকার করতে নিয়ে যাওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে, পিপিই কিট পরা চার পরিচ্ছন্নকর্মী একজনের দেহ শ্মশানে নিয়ে যাওয়ার জন্য আবর্জনা ফেলার গাড়িতে এনে তুলে রাখলেন। পরে লাশগুলো সৎকারের জন্য নিয়ে যাচ্ছে শ্মশানে। হাসপাতালের প্রধান মেডিকেল অফিসার জানান, ‘গাড়ির ব্যবস্থা করা নগর পঞ্চায়েতের কাজ। এগুলোর দায় হাসপাতাল কর্তৃপক্ষের নয়।’ করোনার প্রথম পর্বে যা ছিল, দ্বিতীয় পর্বে তার থেকে খারাপ পরিস্থিতির তৈরি হয়েছে ভারতের ছত্তিশগড়ে। দৈনিক সংক্রমণ সেখানে ১০ হাজারে ছুঁয়েছিল গত সপ্তাহেই। এ সপ্তাহে তা ১৫ হাজার ছাড়িয়েছে। দৈনিক মৃত্যু বুধবার ১৫০ এরও বেশি। রোগী বাড়ায় হাসপাতালগুলো রোগীদের রাখার ব্যবস্থা করা যাচ্ছে না। কিছুদিন আগেও আরও একটি ভিডিও ছড়িয়ে পড়েছিল ছত্তিশগড়ের রায়পুরের সরকারি হাসপাতালের। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ