মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
স্থায়ীভাবে অক্সফোর্ড/অ্যাস্ট্রাজেনেকার তৈরি ভ্যাকসিন ব্যবহার বন্ধ করে দিয়েছে ডেনমার্ক। এই টিকা নেয়ার পর অল্প কিছু সংখ্যক মানুষের রক্ত জমাট বাঁধার গুরুত্বর অভিযোগে দেশটি এক মাস আগে এর ব্যবহার স্থগিত করে। অবশেষে বুধবার তারা ভ্যাকসিনটির ব্যবহার একেবারে বন্ধ করে দিয়েছে।
আরও কয়েকটি দেশ অ্যাস্ট্রাজেনেকার ভ্যকসিন ব্যবহার স্থগিত করলেও ডেনমার্কই প্রথম দেশ হিসাবে স্থায়ীভাবে এর প্রয়োগ বন্ধ করলো। দেশটির স্বাস্থ্য বিষয়ক কর্তৃপক্ষের মহাপরিচালক সোরেন ব্রোস্ট্রোয়েম বলেছেন, ডেনমার্কে করোনা ভাইরাস মহামারি নিয়ন্ত্রণে চলে এসেছে। এ জন্য এই টিকার ব্যবস্থা বন্ধ করতে সক্ষম তারা। তবে তার দেশ অন্য দুটি টিকা ফাইজার এবং মর্ডানার ওপর ভর করবে বলে জানিয়েছেন তিনি।
ডেনমার্ক সরকারের এমন ঘোষণা অ্যাস্ট্রাজেনেকার টিকার ওপর আরেকটি আঘাত। এই টিকা সংরক্ষণ করা সহজ এবং তুলনামূলকভাবে দাম কম। সারা বিশ্বে এই টিকাকে টিকাদান কর্মসূচির মূলে বলে প্রত্যাশা করা হয়। নরওয়ে, আইসল্যান্ডের সঙ্গে ডেনমার্ক প্রথমে অ্যাস্ট্রাজেনেকার টিকার ব্যবস্থার স্থগিত করে ১১ই মার্চ। ফ্রান্স, জার্মানি, ইতালিসহ ইউরোপিয়ান দেশগুলো গত মাসে এই একই ধারা অনুসরণ করে। এ বিষয়ে ইউরোপিয়ান ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ইউরোপিয়ান মেডিসিন্স এজেন্সি এই টিকা ব্যবহার চালিয়ে যাওয়ার পরামর্শ দেয়। তারা জানিয়ে দিয়েছে বেশির ভাগ মানুষের জন্য ঝুঁকির চেয়ে এই টিকায় সুবিধা বেশি।
গত সপ্তাহে তারা এই টিকার খুবই বিরল পার্শ্বপ্রতিক্রিয়া আছে বলে মন্তব্য করে। তার মধ্যে অন্যতম রক্তে জমাট বাঁধা। এখন পর্যন্ত যেসব দেশ এই টিকা মুলতবি করেছে এবং পরে আবার চালু করেছে তারা বলেছে, তারা যুব শ্রেণিকে এই টিকা দেয়া বন্ধ রাখবে। বৃটেন এরই মধ্যে প্রায় ২ কোটি অ্যাস্ট্রাজেনেকার ডোজ প্রয়োগ করেছে। তারাও ৩০ বছরের কম বয়সীদের জন্য বিকল্প টিকা ব্যবহার করবে। সূত্র: ডেইলি মিরর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।