Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাঙ্গাইলে গুদাম থেকে ৬৪০ বস্তা সরকারি চাল পাচার, গুদাম কর্মকর্তা ও নৈশ্য প্রহরী গ্রেপ্তার

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০২১, ২:৫৩ পিএম

টাঙ্গাইলের ভূঞাপুর খাদ্য গুদাম থেকে পাচার হওয়া খাদ্যবান্ধব কর্মসূচীর ৬৪০ বস্তা চালের মধ্যে ২৮০ বস্তা চাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের উপস্থিতিতে এ চাল জব্দ করা হয়। তবে এখনো উদ্ধার হয়নি পাচার হওয়া ৩৬০ বস্তা চাল। এ ঘটনায় রাতেই উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মুক্তা রানী সাহা বাদি হয়ে মামলা দায়ের করলে পুলিশ গুদাম কর্মকর্তা বেলাল হোসেন ও নৈশ্য প্রহরী আল-আমিনকে গ্রেপ্তার করে।

উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান জানান, খাদ্য গুদাম থেকে সরকারি চাল পাচার হচ্ছে এমন সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে যান। পরে সেখান থেকে ২৮০ বস্তা চালসহ ট্রাক জব্দ করে থানায় পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। গুদাম কর্মকর্তাসহ দুইজন গ্রেপ্তার হয়েছে বলেও জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ