বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পটিয়া থানা পুলিশের মামলায় এক যুবদল নেতাসহ আরো পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও হাবিলাসদ্বীপ ইউপি সদস্য সুজন মেম্বর, হেফাজতের কর্মী জঙ্গলখাইন ইউনিয়নের উজিরপুর গ্রামের লিয়াকত আলী (৪৫), বরলিয়া ইউনিয়নের পশ্চিম বাড়েইকারা গ্রামের মনজুর চৌধুরী (২৬), জিরি ইউনিয়নের মো. শাহজাহান (৪৮) ও মো. তহিদুল আলম (৩৬)। পুলিশ জানায় এর আগে পটিয়া থেকে আরও ১৩ জনকে গ্রেফতার করা হয়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুদদার বলেন, গত ২৬ মার্চ পটিয়ায় হেফাজতের নেতা-কর্মীদের বিক্ষোভের সময় থানা ঘেরাও এবং ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় পুলিশের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, যুবদল নেতা সুজন হেফাজতে ইসলামের আন্দোলনকারীদের সমর্থনে তার ফেসবুকের মাধ্যমে উসকানিমূলক পোস্ট দিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।