প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : তরুণ চলচ্চিত্র নির্মাতা আহসান সারোয়ার সবশেষ শিশুতোষ চলচ্চিত্র আমরা করবো জয়› পরিচালনা করেছেন। সিনেমাটি মুক্তির পর মৌলিক গল্পের কারণে বেশ প্রশংসিত হয়। এবারের অমর একুশে বইমেলায় এসেছে তার নতুন গল্পগ্রন্থ ‘ওর চোখে বিকেলের ছায়া›। নতুন বই নিয়ে আহসান সারোয়ার বলেন, নতুন এই বইটিতে এ তোমার কেমন পুরুষ›, ‹ওর চোখে বিকেলের ছায়া›, ‹স্বপ্ন অথবা একটি ভালো লাগা›, ‹শ্রীকান্ত ও মায়া কাহিনী›, ‹মন ছুয়ে পালিয়ে দূরে›, ‹তুমি ছুলে শীতল হই› ‹হাকিম ফিরে এলো› শিরোনামে ৭টি গল্প স্থান পেয়েছে।
সাতটি গল্প থেকে সাত রকমের স্বাদ পাবে পাঠক। বিশেষ করে ‹শ্রীকান্ত ও মায়া কাহিনী› এর কথোপকথনগুলো আলাদা ভূমিকা রাখবে
পাঠকদের মনে। কলি প্রকাশনী থেকে প্রকাশিত বইটি মেলায় পাওয়া যাচ্ছে।
স্টল নং ২১৭-২১৮।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।