বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেট বিভাগে করোনায় প্রাণ গেছে আরো ২ জনের। এছাড়া গত ২৪ ঘন্টায় করোনা সনাক্ত হয়েছে ১৪২ জন। এরমধ্যে ৯৫ জনই সিলেটের। সুস্থ হয়েছেন ১৩৬ জন।
আজ সোমবার (১২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনের তথ্যে জানা গেছে, ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত সনাক্ত হয়েছে ১৪২ জনের।
এরমধ্যে সিলেট ৯৫ , হবিগঞ্জের ৪ , মৌলভীবাজারে ১৪ ও ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগী ২৭ জন। নতুন এই ১৪২ জন সহ বিভাগে করোনা করোনায় আক্রান্ত প্রমাণিত রোগীর সংখ্যা এখন দাঁড়িয়েছে ১৮ হাজার ৮১৮ জনে। এর মধ্যে শুধুমাত্র সিলেট আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৮৭২ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৬৩৩ , হবিগঞ্জে ২ হাজার ১৫১ ও মৌলভীবাজারে ২ হাজার ১৬২ জনের।
এছাড়া গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৩৬ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন সিলেট ৯৭ , হবিগঞ্জে ৩০ ও মৌলভীবাজারে ৯ জন। এ নিয়ে সুস্থ হওয়ার রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৮৮৪ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন সিলেট ১০ হাজার ৬৩৮, সুনামগঞ্জে ২ হাজার ৫৫২, হবিগঞ্জে ১ হাজার ৭৫১ ও মৌলভীবাজারে ১ হাজার ৯৪৩ জন।
গত ২৪ ঘণ্টায় সিলেটে ১৯ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন হাসপাতালে। সব মিলিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৩০ জন। এরমধ্যে সিলেট ২১৪ , হবিগঞ্জে ১০ ও মৌলভীবাজারে ৬ জন। গত ২৪ ঘন্টায় ২ জন মারা গেছেন। সেই সাথে সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩০৩ জন। এর মধ্যে রয়েছেন সিলেট ২৩৪ , সুনামগঞ্জে ২৬, হবিগঞ্জে ১৮ ও মৌলভীবাজারের ২৫ জন ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।