বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল অঞ্চলের উপ-কমিশনার (ডিসি) আসাদুজ্জামান রিপন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। চট্টগ্রামে তার পরিবারের পক্ষ থেকেও বিভিন্ন মাধ্যমে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে রোববার সন্ধ্যায় আজিজুলকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে গতকাল হাটহাজারীতে বৈঠক শেষে আজিজুল হককে তুলে নেয়া হয় বলে দাবি করেন হেফাজত নেতারা। দুপুরে তাকে সুস্থ অবস্থায় ফেরত দেওয়ার দাবি জানান হেফাজতের আমির আল্লামা জুনাইদ বাবুনগরী। হাটহাজারী মাদ্রাসায় বৈঠক শেষে ঢাকা ফেরার পথে নারায়ণগঞ্জ থেকে তাকে আটক করা হয় বলে জানান হেফাজত নেতারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।