রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কাপ্তাইয়ে আবারো খোলা বাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় চন্দ্রঘোনা মিশন হাসপাতাল এলাকায় টিসিবির মাধ্যমে ন্যায্যমুল্যের পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়। এইসময় স্বাস্থ্যবিধি মেনে ক্রেতা সাধারণকে লাইনে দাঁড়িয়ে এইসব পণ্য কিনতে দেখা যায়।
টিসিবির কাপ্তাই উপজেলার ডিলার বির্দশন বড়ুয়া জানান, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহানের সার্বিক নির্দেশনায় সরকার নির্ধারিত মূল্য সয়াবিন তেল প্রতি লিটার ১০০ টাকা ডাল প্রতি কেজি ৫৫ টাকা, চিনি প্রতি কেজি ৫৫ টাকা, পেঁয়াজ প্রতি কেজি ২০ টাকা, ছোলা প্রতিকেজি ৫৫ টাকা এবং খেজুর প্রতি কেজি ৮০টাকা দরে বিক্রয় করা হচ্ছে। এদিকে গতকাল সকালে টিসিবির কার্যক্রম পরিদর্শনে আসেন চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং। এইসময় চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালে কমিউনিটি হেলথ প্রোগামের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।