Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে প্রেমের ফাঁদে অপহরণ গ্রেফতার ৪

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২১, ৬:২৭ পিএম

প্রেমের ফাঁদ পেতে অপহরণকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে অপহৃত তরুণীকে। শনিবার মধ্যরাতে নগরীর আকবরশাহ থানাধীন মীর আউলিয়া মাজারের পাহাড় ও শাপলা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন- কালু মিয়া ওরফে রাজু (১৯), মোঃ সোহেল মিয়া (১৯), মোঃ দুলাল বাবুর্চি (৩৭) ও মোঃ তারেক আকবর (১৯)। তাদের জিম্মায় থাকা ১৬ বছর বয়সী তরুণীকে উদ্ধার করা হয়।

কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন জানান, এ চক্রটি প্রথমে সরল প্রকৃতির মেয়েদের টার্গেট করে। এরপর তাদের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সম্পর্ক তৈরি করে। একপর্যায়ে বেড়ানোর কথা বলে তাদের নির্জন স্থানে নিয়ে যায়। এরপর ওই তরুণীকে জিম্মি করে ধর্ষণ এবং হত্যার হুমকি দিয়ে মুক্তিপণ আদায় করে।
গত ৯ এপ্রিল রহমতগঞ্জ এলাকার ওই তরুণীকে এভাবে পাহাড়ে নিয়ে আটকে রাখে তারা। পরে তার ভাই-বোনের কাছে পাঁচ লাখ টাকা দাবি করা হয়। ওই ফোনের সূত্র ধরে আসামিদের গ্রেফতার ও অপহৃতাকে উদ্ধার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ