Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুলিশের জন্য দূরপাল্লার বিশেষ বাস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

আইজিপি ড. বেনজীর আহমেদের বিশেষ উদ্যোগে পুলিশ সদস্যদের কল্যাণে চালু হতে যাচ্ছে দূরপাল্লার ‘বাংলাদেশ পুলিশ বাস সার্ভিস’। পুলিশের মহাপরিদর্শক হওয়ার প্রথম বর্ষপূর্তিতে এ উদ্যোগ নিয়েছেন তিনি।

বাংলাদেশ পুলিশের সব অফিসার, ফোর্স ও তাদের পরিবারের সদস্যরা (কেবলমাত্র স্ত্রী-স্বামী ও সন্তান) স্বল্প খরচে এই বাস সেবা নিতে পারবেন। বাংলাদেশ পুলিশের ভেডিফায়েড ফেসবুক পেজে বিশেষ বাস সার্ভিসের বিষয়টি জানানো হয়েছে।

পুলিশ হেডকোয়াটার্স, রাজারবাগ পুলিশ লাইনস, মিরপুর থেকে প্রতি বৃহস্পতিবার বিকাল ৫টায় বিভাগীয় শহরগুলোর উদ্দেশে বাস ছেড়ে যাবে এবং বিভাগীয় শহরের মেট্রোপলিটন পুলিশ লাইনস, জেলা পুলিশ লাইনস হতে প্রতি শনিবার দুপুর ২টায় ঢাকার উদ্দেশে ফিরে আসবে বলেও জানানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুলিশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ