মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তাইওয়ানের সঙ্গে যোগাযাগের ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেন, সরকারের নতুন সিদ্ধান্তের আলোকে এখন থেকে মার্কিন কর্মকর্তাদের তাইওয়ানের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করা সহজতর হবে। বেইজিংয়ের প্রভাব মোকাবিলায় মার্কিন কংগ্রেস সুস্পষ্ট আইন প্রণয়নের বিষয়টিও বিবেচনা করছে বলে জানান নেড প্রাইস। বিবৃতিতে বলা হয়, ‘তাইওয়ান একটি প্রাণবন্ত গণতন্ত্র রয়েছে। তারা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ নিরাপত্তা ও অর্থনৈতিক অংশীদার। একইসঙ্গে আন্তর্জাতিক অঙ্গনেও তারা একটি ইতিবাচক শক্তি। চীন-তাইওয়ান বিরোধের স‚ত্রপাত ১৯২৭ সালে। ওই সময়ে চীনজুড়ে ছড়িয়ে পড়ে গৃহযুদ্ধ। ১৯৪৯ সালে মাও সেতুংয়ের নেতৃত্বাধীন কমিউনিস্ট বিপ্লবীরা জাতীয়তাবাদী সরকারকে উৎখাতের মধ্য দিয়ে এ গৃহযুদ্ধের অবসান ঘটায়। জাতীয়তাবাদী নেতারা পালিয়ে তাইওয়ান যান। এখনও তারাই তাইওয়ান নিয়ন্ত্রণ করে। প্রাথমিকভাবে ওই সময় যুদ্ধ বন্ধ হয়ে পড়লেও উভয় দেশই নিজেদের চীনের দাবিদার হিসেবে উত্থাপন শুরু করে। তাইওয়ানভিত্তিক সরকার দাবি করে, চীন কমিউনিস্ট বিপ্লবীদের দ্বারা অবৈধভাবে দখল হয়েছে। আর বেইজিংভিত্তিক চীন সরকার তাইওয়ানকে বিচ্ছিন্নতাকামী প্রদেশ হিসেবে বিবেচনা করে। সাম্প্রতিক বছরগুলোতে অঞ্চলটিতে উত্তেজনা বেড়েছে এবং দ্বীপটিকে আবারও নিয়ন্ত্রণে পেতে শক্তি ব্যবহারের হুঁশিয়ারিও দিয়েছে চীন। যদিও হাতে গোনা কয়েকটি দেশ তাইওয়ানকে স্বীকৃতি দিয়েছে, তবে এর গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের অনেক দেশের সঙ্গেই দৃঢ় বাণিজ্যিক ও অনানুষ্ঠানিক সম্পর্ক রয়েছে। অন্য দেশগুলোর মতো যুক্তরাষ্ট্রেরও তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক কোনও কূটনৈতিক সম্পর্ক নেই। কিন্তু উভয় পক্ষের মধ্যে ব্যাপকভিত্তিক অনানুষ্ঠানিক যোগাযোগ রয়েছে। মার্কিন একটি আইনে দ্বীপটিকে প্রতিরক্ষা সহায়তার কথাও বলা রয়েছে। তবে সবকিছু ছাপিয়ে চীন-মার্কিন সম্পর্কে সাম্প্রতি উত্তেজনার মধ্যেই তাইওয়ানের সঙ্গে যোগাযাগে বিধিনিষেধ শিথিলের এ ঘোষণা দিলো যুক্তরাষ্ট্র। আল-জাজিরা, ইয়াহু।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।