মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
টিকা নেওয়ার পরও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর প্রধান মোহন ভাগবত। চিকিৎসার জন্য তাকে মহারাষ্ট্রের নাগপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে বর্তমানে তার অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছে হাসপাতাল সূত্র। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। শুক্রবার মধ্যরাতের কিছু আগে আরএসএস-এর এক টুইটে মোহন ভাগবতের কোভিড ১৯-এ আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। ওই টুইটে বলা হয়, ‘তার (ভাগবত) আপাতত কোভিড-১৯-এর উপসর্গ দেখা দিয়েছে।’ আপাতত নাগপুরের একটি বেসরকারি হাসপাতালে তার সাধারণ চিকিৎসা চলছে। প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা হচ্ছে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ওই হাসপাতালের করোনা ওয়ার্ডে থাকা আরএসএস নেতার অবস্থা বর্তমান স্থিতিশীল অবস্থায় রয়েছে। তাকে পর্যবেক্ষণ রাখা হয়েছে। পিটিআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।