Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আরএসএস প্রধান করোনা আক্রান্ত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২১, ১২:০৩ এএম

টিকা নেওয়ার পরও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর প্রধান মোহন ভাগবত। চিকিৎসার জন্য তাকে মহারাষ্ট্রের নাগপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে বর্তমানে তার অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছে হাসপাতাল সূত্র। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। শুক্রবার মধ্যরাতের কিছু আগে আরএসএস-এর এক টুইটে মোহন ভাগবতের কোভিড ১৯-এ আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। ওই টুইটে বলা হয়, ‘তার (ভাগবত) আপাতত কোভিড-১৯-এর উপসর্গ দেখা দিয়েছে।’ আপাতত নাগপুরের একটি বেসরকারি হাসপাতালে তার সাধারণ চিকিৎসা চলছে। প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা হচ্ছে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ওই হাসপাতালের করোনা ওয়ার্ডে থাকা আরএসএস নেতার অবস্থা বর্তমান স্থিতিশীল অবস্থায় রয়েছে। তাকে পর্যবেক্ষণ রাখা হয়েছে। পিটিআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ