মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বয়ফ্রেন্ড পরকীয়ায় জড়িত এমন সন্দেহে ঘুমের মধ্যেই তার পুরুষাঙ্গ কেটে দিলো প্রেমিকা। শুধু তাই নয়, কেটে ফেলা অংশ বাথরুমে ফ্ল্যাশও করে দেন তিনি। শুনতে অবাক লাগলেও তাইওয়ানের ছাংউয়া কাউন্টির জিহু টাউনশিপে এমন ঘটনা ঘটেছে। জানা গেছে, এ ঘটনার শিকার হয়েছেন ৫২ বছর বয়সী হুয়াং নামের এক ব্যক্তি। তিন সন্তানের জনক হুয়াং ১০ মাস আগে অভিযুক্ত নারীর সঙ্গে সম্পর্কে জড়ান। ৪০ বছর বয়সী ফুং নামের ওই নারী ডিভোর্সি। তবে হুয়াং ওই যুবতীর সঙ্গে একসঙ্গে থাকতে শুরু করেন। পরবর্তীতে ফুংয়ের সন্দেহ হয় যে তার প্রেমিক পরকীয়ায় জড়িত। সম্পর্কের বয়স যত বাড়তে থাকে সন্দেহ ততই গাঢ় হতে থাকে। এরপরই সম্প্রতি ওই কান্ড ঘটায় ফুং। হুয়াং জানান, তিনি ঘুমিয়ে ছিলেন। মাঝরাতে ফুং রান্নাঘর থেকে ছুরি এনে তার পুরুষাঙ্গ কেটে দেয়। প্রায় ২০ শতাংশ কেটে ফেলে ফুং। পরে কাটা অংশটি বাথরুমে গিয়ে ফ্ল্যাশ করে দেয় সে। নিজেই আবার পুলিশে খবর দেন ফুং। তাকে গ্রেপ্তারও করা হয়েছে। এরপরই হুয়াং দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রক্ত পড়া বন্ধ করতে দ্রুত অস্ত্রোপচার করেন ডাক্তাররা। এখন আগের তুলনায় কিছুটা সুস্থ হুয়াং। খাওয়াদাওয়া বা পানি পানেরও করার অনুমতি দেয়া হয়েছে তাকে। তবে ভবিষ্যতে আর সঙ্গম করতে পারবেন না তিনি। ডেইলি মেইল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।