মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনাভাইরাসের টিকা নিতে গিয়েছিলেন তারা। কিন্তু করোনার পরিবর্তে কুকুরে কামড়ানোর টিকা দেয়া হলো তিনজন বয়স্ক নারীকে। এমন ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের শামলির কান্দলা এলাকায়। এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট। একই সঙ্গে যে কমিউনিটি সেন্টারে ওই নারীরা টিকা নিয়েছিলেন সেখানকার একজন ফার্মাসিস্টকে সাসপেন্ড করা এবং মেডিকেল সুপারকে শোকজ নোটিশ দেয়া হয়েছে। স্থানীয় সূত্র জানিয়েছে, টিকা নেয়ার পর একজন নারীর মাথা ঘোরানো এবং বমি বমি অনুভূত হলে তিনি ডাক্তার দেখাতে যান। সেখানে তিনি ডাক্তারকে টিকার স্লিপ দেখান। যেখানে লেখা ছিল, তাকে কুকুরে কামড়ানোর টিকা দেয়া হয়েছে। একটি ভিডিওতে দেখা যায়, আনারকলি নামের একজন নারী বলছেন তিনি করেনার টিকা নিতে গিয়েছিলেন। কিন্তু তাকে কুকুরে কামড়ানোর টিকা দেয়া হয়েছে। তিনি বলেন, আমার মাথা ঘোরাতে শুরু করে। আমার সন্দেহ হয়, কারণ কুকুরে কামড়ানোর টিকা নিতে আধার কার্ড লাগে না। একজন কর্মকর্তাও আমাকে জানিয়েছেন, জলাতঙ্কের টিকা নিতে আধার কার্ড লাগে না। শামলির জেলা ম্যাজিস্ট্রেট জাসপ্রীত কৌর এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই নারীদের বয়স ৬০-৭০ বছর। তারা করোনা টিকার জন্য নির্ধারিত স্থানে না গিয়ে জেনারেল লাইনে দাঁড়ান এবং ‘টিকা দিতে বলেন’। তিনি বলেন, যদিও তারা ভুল লাইনে দাঁড়িয়েছেন তারপরও প্রাথমিকভাবে এর দায় ওই ফার্মাসিস্টের ওপর বর্তায়। এখন প্রশ্ন হচ্ছে, কেন তাদের কুকুরে কামড়ানোর টিকা দেয়া হলো? এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।