Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

লালমনিরহাটে ছাত্রলীগের দু’গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া

শহরে উত্তেজনা, অতিরিক্ত পুলিশ মোতায়েন

লালমনিরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০২১, ৬:০৮ পিএম

লালমনিরহাটে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১০ এপ্রিল) বেলা ১২টায় শহরের স্বর্ণকার পট্টি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শহরজুড়ে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা যায়, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মতিয়ার রহমানের বোনের বাসায় ছাত্রলীগের একাংশের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের সাহেবপাড়া এলাকার বাসায় এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাতেই জেলা আওয়ামী লীগ সম্পাদক অ্যাড. মতিয়ার রহমানের ছোট বোন ফাতেমা বেগম জেলা ছাত্রলীগের সভাপতি জাবেদ হোসেন বক্করসহ আরো বিশ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫০-৬০ জনকে আসামী করে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এদিকে মামলা প্রত্যাহারের দাবিতে শুক্রবার রাতে পৌর ছাত্রলীগ শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে জেলা ছাত্রলীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম পাপ্পু বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে অভিযোগ প্রত্যাহার করা না হলে আগামী সোমবার (১২ এপ্রিল) সকাল সন্ধ্যা হরতাল পালন করবে জেলা ছাত্রলীগ।

এরপরই ছাত্রলীগের আরো একটি অংশ ছাত্রলীগের সভাপতি বক্করকে গ্রেফতারের দাবিতে শনিবার বেলা ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি জেলা আওয়ামী লীগ কার্যালয় পাড় হতেই স্বর্ণকারপট্টি এলাকায় পৌছলে ছাত্রলীগের আরেকটি গ্রুপ হামলা চালায়। এরপরেই শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিতে থাকে ছাত্রলীগের দুই গ্রুপ। আতংক শুরু হয় শহরজুড়ে। পরিস্থিতি মোকাবেলায় শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এ বিষয়ে যোগাযোগ করা হলে সদর থানার অফিসার ইনচার্জ শাহা আলম জানান,বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লালমনিরহাট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ