Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরায় বন্ধুকে জবাই করে হত্যা!

সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার: | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০২১, ৪:৫৫ পিএম

সাতক্ষীরায় সালাউদ্দিন আহমেদ (১৪) নামে এক কিশোর ইজিবাইক চালককে জবাই করে হত্যা করেছে তারই বন্ধু সাগর হোসেন।
শনিবার (১০ এপ্রিল) দুপুর দেড়টার দিকে শহরতলির কাশেমপুর জামতলা এলাকায় ঘরে ঢুকে তাকে ধারালো ছুরি দিয়ে জবাই করে হত্যা করা হয়।  
নিহত সালাউদ্দিন আহমেদ জামতলা কাশেমপুর মালিপাড়ার ইজিবাইক চালক শাহজাহান আলী ওরফে বাবুর ছেলে।
এছাড়া হত্যাকারী সাগর হোসেন সাতক্ষীরা সিটি কলেজ এলাকার শহিদুল ইসলামের ছেলে।
স্থানীয়রা ও পুলিশ পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানায়, সালাউদ্দিন আহমেদ ও সাগর হোসেন পরস্পরের বন্ধু। দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে সাগর হোসেন তার বন্ধু ইজিবাইক চালক সালাউদ্দিন আহমেদের ঘরে ঢুকে তাকে ধারালো ছুরি দিয়ে জবাই করে হত্যার পর নিজ বাড়িতে গিয়ে নিজেই হত্যাকা-ের বিষয়ে বাবা শহিদুল ইসলামকে জানায় এবং সালাউদ্দিনের লাশ বের করে আনতে বলে।
তবে, কি কারণে এই হত্যাকান্ড ঘটেছে পুলিশ তা জানাতে পারেনি।
এদিকে, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করে সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল হক জানান, নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হত্যা

৪ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ