বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টঙ্গীতে বকেয়া বেতন ও অতিরিক্ত কাজের মজুরির দাবিতে বিক্ষোভ করেছেন কারখানার শ্রমিকরা। গতকাল বৃহস্পতিবার টঙ্গীর সাতাইশ এলাকার ট্রাউজার ল্যান্ড লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানায় এই বিক্ষোভের ঘটনা ঘটে।
জানা যায়, কারখানাটিতে প্রায় সাতশ শ্রমিক চাকরি করে আসছিল। কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের তিন মাসের বকেয়া বেতন ও অতিরিক্ত কাজের মজুরি পরিশোধ করেনি। গতকাল শ্রমিকদের বকেয়া বেতন ও অতিরিক্ত কাজের মজুরি পরিশোধের কথা ছিল। কিন্তু দুপুর পেরিয়ে গেলেও বেতন না দেয়ায় শ্রমিকরা কাজ বন্ধ করে কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নেন। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের কারখানার সামনে থেকে সরিয়ে দেয়। একপর্যায়ে শ্রমিকরা বিক্ষুদ্ধ হয়ে কারখানার ভেতরে গিয়ে কর্মবিরতি পালন করেন।
শ্রমিকরা জানান, আমাদের তিন মাস ধরে বকেয়া বেতন পরিশোধ করছেন না কারখানা মালিক। বকেয়া বেতন পরিশোধ না করলে আমরা কাজে যোগ দেবো না। কারখানাটির মানবসম্পদ বিভাগের কর্মকতা আসাদুজ্জামান বলেন, শ্রমিকদের এ আন্দোলন অযৌক্তিক। শ্রমিকদের ওভার টাইমের মজুরি খুব দ্রুতই পরিশোধ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।