Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাভারে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাভার থেকে

বকেয়া বেতনের দাবিতে সাভারে একটি তৈরি পোশাক কারখানার ভিতরে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছে শ্রমিকরা। গতকাল শনিবার সকালে সাভার বাজার বাসষ্ট্যান্ডের চৌরুঙ্গী মার্কেটের তৃতীয় তলায় এ্যাডন নিটওয়ার লিমিটেড কারখানায় এ শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটে। শিল্প পুলিশ জানায়, চৌরুঙ্গী মার্কেটের এ্যাডন নিটওয়ার লিমিটেড কারখানায় কাজ করেন প্রায় ২৬৭ জন শ্রমিক। গত কয়েক দিন আগে শ্রমিকদের জুলাই মাসের আংশিক বেতন প্রদান করেন কতৃপক্ষ। পরে শনিবার সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশ করে উৎপাদন বন্ধ রেখে বিক্ষোভ ও কর্মবিরতি করে কারখানার এডমিন অফিসার রোকনুজ্জামানসহ উর্ধ্বতন কর্মকর্তাদের অবরোধ করে রাখে। এদিকে শ্রমিকরা অভিযোগ করেছেন কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন না দিয়ে কারখানা থেকে মেশিন ও মালামাল সরানোর চেষ্টা করেছেন। অন্যদিকে কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, চৌরুঙ্গী মার্কেটটি ঝুঁকিপূর্ণ হওয়ায় তারা এখান থেকে কারখানা অন্য যায়গায় সড়িয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাভারে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ