Inqilab Logo

মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪, ২৫ আষাঢ় ১৪৩১, ০২ মুহাররম ১৪৪৬ হিজরী

৭ দিনে মেট্রোরেলের ৪৮ জন করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০২১, ৪:৪২ পিএম

মেট্রোরেল প্রকল্পের সঙ্গে জড়িত অন্তত ৪৮ জন গত এক সপ্তাহে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক অনলাইন সংবাদ সম্মেলনে আজ বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন।
তিনি জানান, এখন পর্যন্ত প্রকল্পের মোট ৫১৮ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এমএএন সিদ্দিক বলেন, করোনা সংক্রমণ বাড়লেও প্রকল্পের কাজ সকাল ও বিকাল, দুটি শিফটে ‘পুরোদমে’ চলছে।
প্রকল্পের সার্বিক অগ্রগতি ৬১ দশমিক ৪৯ শতাংশ জানিয়ে তিনি আরও বলেন, উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত প্রথম পর্যায়ের কাজের ৮৩ দশমিক ৫২ শতাংশ ও আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের কাজের ৫৭ দশমিক ৬৮ শতাংশ অগ্রগতি হয়েছে।
চলতি বছর ডিসেম্বরে প্রকল্পটি চালু করার লক্ষ্যের বিষয়ে তিনি বলেন, সবকিছুই এখন নির্ভর করছে দেশের ও বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির ওপর।
উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২২ হাজার কোটি টাকা ব্যয়ে ম্যাস র‌্যাপিড ট্রানজিট লাইন-৬ নির্মিত হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ