Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে দুই ছাত্রলীগ নেতাকে বহিষ্কার

মামুনুলের পক্ষে স্ট্যাটাস

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০২১, ১২:০৩ এএম

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের পক্ষে সামাজিক ফেসবুকে পোস্ট দেয়ার অভিযোগে চট্টগ্রামের সীতাকুন্ডে ছাত্রলীগের দুই নেতাকে সংগঠন থেকে অব্যাহতি দেয়া হয়েছে। মঙ্গলবার রাতে মো. আজিজুল হককে অব্যাহতি দেয়া হয়। তিনি সোনাইছড়ি ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক। এর আগে মামুনুলের পক্ষে পোস্ট শেয়ার করার অভিযোগে গিয়াস উদ্দীন নামে উপজেলার ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রলীগের ২ নম্বর ওয়ার্ডের সভাপতিকে দল থেকে অব্যাহতি দেয়া হয়।
ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. নাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. নাঈম উদ্দিন স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকান্ডের জন্য তাদের দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। ছাত্রলীগের কাছে আসা আজিজের ফেসবুক আইডি থেকে পোস্ট করা স্ক্রিনশটে দেখা গেছে, সেখানে তিনি মাওলানা মামুনুল হকের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঘটে যাওয়া ঘটনাটিকে মিথ্যা ও তাকে হেনস্থা করা হচ্ছে বলে দাবি করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছাত্রলীগ

২০ ফেব্রুয়ারি, ২০২৩
১১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ