Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুয়েজ খাল প্রস্থকরণ পরিকল্পনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০২১, ১২:০৩ এএম

সুয়েজ খালের প্রস্থ বৃদ্ধির পরিকল্পনা হাতে নিয়েছে মিসর। সম্প্রতি এভার গিভেন নামের কন্টেইনার শিপ খালের যে অংশে আটকে গিয়েছিল সেখানেই আরো প্রশস্ত করা হবে। মঙ্গলবার সুয়েজ খাল কর্তৃপক্ষের চেয়ারম্যান ওসামা রাবি এ পরিকল্পনার কথা জানিয়েছেন। একইসাথে এখানে মোতায়েন করা হবে এমন সব ক্রেন যা ২৫০ মিটার উঁচু থেকেও মাল খালাস করতে পারে। রয়টার্সকে ওসামা রাবি বলেন, আমাদের পদ্ধতিতে কোনো সমস্যা নেই তবে আমরা সেবার মান উন্নয়নের চেষ্টা করছি। এর আগে গত ২৩শে মার্চ বাতাসের অধিক গতির কারণে এভার গিভেন সুয়েজ খালে আড়াআড়ি আটকে গিয়েছিল। এটি প্রায় ৪০০ মিটার লম্বা। অপরদিকে খালের দক্ষিণাংশে সুয়েজ খাল মাত্র ২০০ মিটার প্রশস্ত। টানা ৬ দিন সুয়েজ খাল বন্ধ ছিল এই একটি দুর্ঘটনার কারণে। শত শত বাণিজ্যিক জাহাজ আটকে ছিল খালের দুইপাশে। সুয়েজ খাল কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে যাতে এতোবড় জাহাজ চলাচলে এ ধরণের অনাকাঙ্খিত ঘটনা না ঘটে সেটি নিশ্চিত করা হবে। বৃদ্ধি করা হবে উদ্ধার সক্ষমতাও। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ