Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওয়ার্কিং গ্রুপ গঠনে সহমত প্রত্যাহার হবে নিষেধাজ্ঞা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০২১, ১২:০৩ এএম

পারমাণবিক বিষয়ের আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইতিবাচকভাবে সাড়া দিয়েছে। মঙ্গলবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এই আলোচনায় ইরান এবং বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোর মধ্য ‘গঠনমূলক’ আলোচনা হয়েছে। রয়টার্সের খবরে বলা হয়েছে, এ ব্যাপারে উভয় গোষ্ঠী ওয়ার্কিং গ্রুপ গঠনের ব্যাপারে সহমত হয়েছে। এর মাধ্যমে ২০১৫ সালের পরমাণু চুক্তি অনুযায়ী তেহরানের পরমাণু কার্যক্রম কমিয়ে আনা যাবে এবং ওয়াশিংটনের আরোপিত নিষেধাজ্ঞাও প্রত্যাহার হবে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে যুক্তরাষ্ট্রকে ঐ চুক্তি থেকে বের করে নিয়ে আসেন। এর ফলে ইরন ঐ চুক্তিতে ব্যক্ত পরমাণু কর্মস‚চির সীমারেখা ধীরে ধীরে লংঘন করতে শুরু করে। মঙ্গলবারের এই আলোচনায় এই মূল চুক্তির অবশিষ্ট দেশগুলো, ইরান, ব্রিটেন, চীন, ফ্রান্স জার্মানি এবং রাশিয়া এই যৌথ কমিশন যোগ দেয়। এর সভাপতিত্ব করে ইউরোপীয় ইউনিয়ন। যুক্তরাষ্ট্র এই বৈঠকে যোগ দেয়নি। যদিও ওয়াশিংটন কিংবা ইরান কেউই বলছে না যে এই আলোচনা থেকে দ্রুত কোন সমাধান বেরিয়ে আসবে। তারা এবং ইউরোপীয় ইউনিয়ন এই প্রাথমিক আলোচনাকে ইতিবাচক ভাবে বর্ণনা করছে। ইউরোপীয় ইউনিয়নের প্রধান সমন্বয়কারি এনরিক মোরা টুইটারে লেখেন, ‘এটি ছিল গঠনমূলক যৌথ বৈঠক। রয়টার্স।



 

Show all comments
  • Monjur Rashed ৮ এপ্রিল, ২০২১, ১২:০৭ পিএম says : 0
    Let us hope for light after prolonged darkness.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পারমাণবিক বিষয়
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ