Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

মার্চে কারখানার কার্যক্রম কমেছে ভারতে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০২১, ১২:০৩ এএম

ভারতে নভেল করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ব্যবসার ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। গত মাসে দেশটিতে উৎপাদন কার্যক্রম সাত মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে চলে গেছে। খবর হিন্দুস্তান টাইমস। বাজার গবেষণা সংস্থা আইএইচ মার্কিটের প্রকাশিত তথ্যে দেখা গেছে, উৎপাদন খাতের পারচেজিং ম্যানেজার সূচক (পিএমআই) ৫৫ দশমিক ৪ পয়েন্টে নেমে গেছে। যেখানে ফেব্রুয়ারিতে পিএমআই সূচক ছিল ৫৭ দশমিক ৫। নতুন চাহিদা ও অভ্যন্তরীণ বাজারে বিক্রি ধীরগতির কারণে এমনটা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। যদিও গড় পিএমআই সূচক ৫৩ দশমিক ৬ থেকে এ সূচক ওপরেই রয়েছে। আইএইচএস মার্কিটের অর্থনীতি বিভাগের সহযোগী পরিচালক পলিয়ানা দে লিমা বলেন, সমীক্ষায় অংশগ্রহণকারীরা ইঙ্গিত দিয়েছেন, কভিড-১৯-এর সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় চাহিদা বৃদ্ধি বাধাগ্রস্ত হয়েছে। চলমান টিকাদান কর্মসূচি ব্যবসায়িক আত্মবিশ্বাসে ইতিবাচকতা ধরে রেখেছে। তবে স্বল্পমেয়াদি পূর্বাভাসের ওপর ক্রমবর্ধমান অনিশ্চয়তা কারখানার কার্যক্রমকে সাত মাসের সর্বনিম্ন স্তরে নিয়ে গেছে। সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এবং অনেক রাজ্যে নতুন করে লকডাউন আরোপ হওয়ায় ভারতীয় উৎপাদকরা চলতি মাসেও চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। হিন্দুস্তান টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ