Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীর সেনবাগে মায়ের ওপর প্রতিশোধ নিতে শিশু হত্যা, ঘাতক শ্রীঘরে

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০২১, ৫:৫১ পিএম

সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের তেলি পুকুরপাড় এলাকার মায়ের ওপর প্রতিশোধ নিতে মো.মিজানুর রহমান আশ্রাফুল (৬) নামে এক শিশুকে হত্যা করে মাঠিতে পুঁতে রাখে ঘাতক আলাউদ্দিন।

উপজেলার কাদরা ইউনিয়নের নজরপুর গ্রামের জিতু সওদাগর বাড়ি থেকে ঘাতক আসামিকে আটক করে পুলিশ। সে একই বাড়ির মৃত মমতাজ মিয়ার ছেলে এবং নিহত আশ্রাফুলের মা হাজরা খাতুনের সাবেক স্বামী।

বুধবার বিকাল ৩টায় গণমাধ্যম কর্মিদের এ তথ্য নিশ্চিত করেন সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধা। তিনি আরো জানান, আসামি আলা উদ্দিনকে জিজ্ঞাসাবাদে সে ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। পরে মঙ্গলবার দুপুরে তাকে নোয়াখালীর আমলী আদালত- ৪ এর বিচারক নবনিতা গুহের আদালতে হাজির করলে সে শিশু আশ্রাফুলকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ তেলি পুকুর পাড় এলাকার খাল পাড়ে মাটি চাপা দিয়ে রাখে বলে ১৬৪ ধারায় জবানবন্দী দেয়।

উল্লেখ্য, গত সোমবার (৫ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে শিশু আশ্ররাফুলের মরদেহ নজরপুর গ্রামের তেলি পুকুর এলাকার একটি বাগান থেকে গলিত মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আশ্রাফুল উপজেলার ডুমুরুয়া ইউনিয়নের বাবুপুর শ্রীপুর গ্রামের মীর বাড়ির আবুল কাশেম মীরের ছেলে। সে স্থানীয় গাজীরহাট সানরাইজ একাডেমির প্রথম শ্রেণির ছাত্র ছিল। এর আগে, গত শুক্রবার (২ এপ্রিল) সকাল থেকে নিখোঁজ ছিল। পরে একই দিন রাতে তার বাবা থানায় একটি নিখোঁজ জিডি (সাধারণ ডায়রি) করেছিলেন। এরপর ঘটনার তিন দিন পর সোমবার সন্ধ্যায় তেলি পুকুর এলাকার বাগানে নিখোঁজ শিশুর মরদেহের সন্ধ্যান পাওয়া যায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

ওসি আবদুল বাতেন মৃধা বলেন, আশ্রাফুলের মা হাজরা খাতুনের সাবেক স্বামী মো.আলোউদ্দিন তাঁর মায়ের ওপর প্রতিশোধ নিতে শিশুটিকে একা পেয়ে শ্বাসরোধ করে হত্যার করে মরদেহ মাঠিতে পুঁতে রাখে। আসামি আলাউদ্দিন নিহত আশ্ররাফুলের মায়ের প্রথম স্বামী ছিল। পরে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেলে আলাউদ্দিন হাজরা খাতুনের ওপর ক্ষুদ্ধ ছিল। এর জের ধরে এ হত্যাকান্ড ঘটে। মরদেহ উদ্ধারের ১দিনের মাথায় পুলিশ হত্যাকান্ডের রহস্য উদঘাটন করে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ