Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘২ থেকে ৩ মাস ব্যবধানে কোভিশিল্ডের দুই ডোজ বেশি কার্যকরী’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০২১, ১২:০০ এএম

গরম পড়তেই সংক্রমণের ধার বাড়াতে শুরু করেছে মারণ করোনা। ইতিমধ্যেই দৈনিক আক্রান্তের নিরিখে রোজই নিত্যনতুন রেকর্ড তৈরি করছে ভারত-বাংলাদেশে। অন্যদিকে করোনা রুখতে লকডাউনের পাশাপাশি টিকাকরণের গতি বাড়াচ্ছে দু’দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়।
এদিকে টিকাকরণ পর্বেরের শুরু থেকেই ভারতে কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের কার্যকারিতা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। এবার তা নিয়েই মুখ খুললেন সিরাম প্রধান আদর পুন্নাওয়ালা। আদরের দাবি, সঠিক সময়ের ব্যবধানে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার হাতে তৈরি কোভিশিল্ড প্রয়োগে মানবদেহে ৯০ শতাংশ পর্যন্ত কার্যকরী হবে কোভিশিল্ড। এজন্য তিনি প্রথম ডোজের থেকে দ্বিতীয় ডোজের জন্য ২ থেকে ৩ মাসের ব্যবধানের কথা বলছেন।
প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি থেকে গোটা ভারতে এবং ৭ ফেব্রæয়ারী থেকে বাংলাদেশে প্রথম করোনা টিকাকরণ শুরু হয়। সেই সময় একটি টিকার দুটি ডোজের মধ্যে চার সপ্তাহের ব্যবধান রাখা হয়। যদিও কিছুদিন আগেই তা বাড়িয়ে ৬ থেকে ৮ সপ্তাহ করা হয়। টিকার পূর্ণ কার্যকারিতা পেতেই এ ঘোষণা করা হয় বলে জানানো হয়।
অন্যদিকে টিকাকরণ শুরুর পূর্বে গোটা বিশ্বজুড়ে যখন একাধিক ভ্যাকসিনের ট্রায়াল চলছে সেখানে দেখা যায় ফাইজার, মোডার্নাসহ একাধিক ভ্যাকসিন মানবদেহে ৯০ শতাংশের বেশি কার্যকরী। সেখানে অক্সফোর্ডের করোনা টিকা মানদেহে মাত্রা ৬০ শতাংশ কার্যকরী বলে জানায় সংস্থা। যদিও সেই সময়েই জানিয়ে দেওয়া হয় দুটি ডোজের সময়ের তারতম্যে টিকার কার্যকারিতা বাড়তে পারে বলে জানায় অক্সফোর্ড। এবার কার্যত সেই কথাই পুনরায় স্মরণ করালেন আদর। যদিও এরপর টিকাকরণের সরকারি সিদ্ধান্তে কোনো বদল আসে কিনা এখন সেটাই দেখার। সূত্র : ওয়ান ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ