মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনাভাইরাসের টিকার সীমাবদ্ধতা নিয়ে নানা আলোচনা, সমালোচনার মধ্যেই জার্মানিতে এ ভ্যাকসিন নিয়েছে এক কোটি মানুষ। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান বিষয়টি নিশ্চিত করেছেন। স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান শনিবার বলেন, টিকা নেওয়া এক কোটি মানুষের মধ্যে ৪৩ লাখ মানুষ উভয় ডোজ নিয়েছেন। যারা উভয় ডোজই পেয়েছেন তারা পুরোপুরি নিরাপদ। ২০২০ সালের ডিসেম্বর মাসের শেষ নাগাদ করোনা টিকা দেওয়া শুরু করে জার্মানি। টিকাদান কর্মসূচি শুরুর পরপরই সমালোচনার মুখে পড়ে দেশটি। যথেষ্ট টিকা মজুদ আছে কিনা, কাদের, কীভাবে টিকা দেওয়া হবে এসব বিষয়ে শুরুতে নিশ্চিত হতে না পারায় জনগণের মধ্যে হতাশা তৈরি হয়। তবে সব সংশয় কাটিয়ে ধীরে ধীরে টিকাদানের বিষয়টি এগিয়ে নিয়ে যায় দেশটি। টিকা গ্রহণকারীদের দৈনন্দিন চলাফেরায় বিধিনিষেধ শিথিল করার কথা ভাবছে কর্তৃপক্ষ। স্বাস্থ্যমন্ত্রী জানান, যারা এরইমধ্যে করোনা টিকার দুইটি ডোজই গ্রহণ করেছেন তারা পুরোপুরি নিরাপদ; এমনটা বিবেচনায় নিয়ে তাদের জীবনযাত্রা শিথিল করার বিষয়টি সরকার বিবেচনা করছে। ডিডাব্লিউ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।