Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে গাঁজাখোর ৪ রিকশাচালকের মারামারি, একজনের মৃত্যু : আটক ২

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২১, ৭:২৫ পিএম

সিলেটে গাঁজা খেয়ে মারামারিতে নিহত হয়েছে এক গাঁজাখোর রিকশাচালক। গত রবিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে দক্ষিণ সুরমার লাউয়াই কাশবন আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন খোজারখলার আবদুস সবুর মিন্টু মিয়ার কলোনিতে ঘটে এ ঘটনা। ফরিদুল ইসলাম (২৬) নিহত জড়িত অভিযোগে আরো ২ রিকশা চালক আটক হয়েছে পুলিশের হাতে।

আটককৃতরা হচ্ছে- রংপুর জেলার কোতোয়ালী থানাধীন মনসুর আলীর পুত্র জিয়ারুল (২৫) ও একই থানার মুন্সিপাড়ার নূরুল ইসলামের পুত্র বুলবুল ইসলাম (৩০)। নিহত ফরিদুলের সাথে তারা ভাড়া থাকতো খোজারখলার মিন্টু মিয়ার কলোনিতে। হত্যাকান্ডে অংশ নেয়া অপরজনের পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ।

মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) বি. এম. আশরাফ উল্যাহ তাহের জানান, গাঁজা সেবনকালে চার রিকশা চালক যুবকের মধ্যে কথা কাটাকাটির ও একপর্যায়ে শুরু হয় মারামারি। এরপর ফরিদুলের ডান উরুতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মারাত্মক জখম করে সহযোগী অপর ৩ গাঁজাখোর সহযোগী। আহত ফরিদুলকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন। অতিরিক্ত রক্তক্ষণেই তার মৃত্যু ঘটছে বলে জানান চিকিৎসক।

হত্যাকান্ডের পর অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে। এ ঘটনায় জড়িত আরো একজন রয়েছে পলাতক। তবে তাকে আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলেট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ