Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্মের প্রশংসায় পুরস্কৃত এসএমপির ১৬ পুলিশ সদস্য

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২১, ৬:৫৭ পিএম

কর্মে প্রশংসায় পুরস্কৃত হয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগের ১৬ সদস্য। পুরস্কৃতদের মধ্যে রয়েছেন ৪ জন টিআই, ১ জন সার্জেন্ট, ২ জন টিএসআই এবং ৭ জন কনস্টেবল । সঠিকভাবে দায়িত্ব পালন, সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়ন ও যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় পুরস্কৃত করা হয় তাদেরকে।

আজ সোমবার (৫ এপ্রিল) বিকেলে মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্লাহ তাহের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে পুরস্কার প্রদান করেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ। এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জ্যোতির্ময় সরকার পিপিএম, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) আবুল খয়ের, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) আশিদুর রহমান, টিআই এডমিন আবু বকর প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলেট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ