Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে করোনা এসেছিল দৃশ্যমান পরিচয়ে আজ, সেই করোনা এবার লকডাউনে !

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২১, ৬:৪৩ পিএম

২০২০ সালে করোনা এসেছিল প্রথম দৃশ্যমান পরিচয়ে সিলেটে আজ। বছর ঘুরে আবার শুরু হয়েছে একইদিনে লকডাউনে। গত বছরের (২০২০ সালের) ৫ এপ্রিল বিকেলে সিলেটে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিলেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সে সময়ের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন। খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে গোটা সিলেটে। দিনে দিনে এক বছর আগে করোনার ছোবলে এভাবে ভারাক্রান্ত ছিলে সিলেটে এ দিনটি।

সেই দিন আজ পুনরায় সিলেটে ফিরে এসেছে লক ডাউনের মধ্যে দিয়ে। আবার করোনার দাপটে নিস্তব্ধ সিলেটে। প্রাণ চাঞ্চল্য নেই। করোনার প্রথম আঘাতে ১০ দিন পর মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন মানবিক ডাক্তার ডা. মঈন উদ্দিন। নেয়া হয়েছিল ঢাকার একটি হাসপাতালে। কিন্তু শেষ রক্ষা হয়নি। তিনি আক্রান্ত ঘটনার রাতেই নগরীর হাউজিং এস্টেট এলাকাস্থ তাঁর বাসা লকডাউন করে দেয় প্রশাসন। পরদিন (৬ এপ্রিল) পুরো হাউজিং এস্টেট এলাকা লকডাউন করে দেয় স্থানীয় প্রশাসন।

আজ সোমবার (৫ এপ্রিল) করোনার বছরের পূর্ণ করলো সিলেট। এই এক বছরে করোনার আঘাতে লন্ডভন্ড হয়েছে ২৯২টি পরিবারে। কেড়ে নিয়েছে কারো জন্মদাতা মা-বাবা, কারো জীবনসঙ্গী-সঙ্গীনি, কারো কলিজার টুকরো ছেলে-মেয়ে।

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে জানা গেছে, এক বছরে (আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত) সিলেট বিভাগে করোনায় মারা যাওয়া ২৯২ জনের মধ্যে সিলেট ২২৫, হবিগঞ্জে ১৭, সুনামগঞ্জে ২৬ ও মৌলভীবাজারে ২৪ জন। এক বছরে সিলেট বিভাগে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৭ হাজার ৭ শ ১৩ জন। সুস্থ হয়েছেন ১৬ হাজার ৩ শ ৩০ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলেট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ