Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার যুক্তরাষ্ট্র ও ব্রাজিলকে টপকে করোনা সংক্রমণে শীর্ষে ভারত!

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২১, ৪:২০ পিএম

করোনা সংক্রমণের দৈনিক বৃদ্ধিতে যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলকে ছাপিয়ে গেছে ভারত। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী ভারতে শুক্রবার এক দিনে আক্রান্ত হয়েছেন ৮৯ হাজার ১২৯ জন। কেন্দ্রীয় সরকারের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৩ হাজার ২৪৯ জন কোভিডে সংক্রমিত হয়েছেন। -আনন্দবাজার, জি নিউজ
শুক্রবার পর্যন্ত গত এক সপ্তাহে ভারতে গড় দৈনিক আক্রান্ত ৬৮ হাজার ৯৬৯। সেখানে যুক্তরাষ্ট্রে ৬৫ হাজার ৭৫৩ এবং ব্রাজিলে ৭২ হাজার ১৫১। এদিকে, গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়েছে ৭০ হাজার ২৩৮ জন এবং যুক্তরাষ্ট্রে ৬৯ হাজার ৮২২ জন। শুক্রবার পর্যন্ত গত এক সপ্তাহে গড় দৈনিক আক্রান্তের নিরিখেও যুক্তরাষ্ট্রকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে ভারত। যদিও এ ক্ষেত্রে শীর্ষে ব্রাজিল।

মোট করোনা সংক্রমণের নিরিখে যুক্তরাষ্ট্র শীর্ষ স্থানে, তার পরে ব্রাজিল এবং তৃতীয় স্থানে ভারত। মোট সংক্রমণের নিরিখে এর আগে দ্বিতীয় স্থানে উঠলেও দৈনিক সংক্রমণে যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের অনেক পরেই ছিল ভারত। কিন্তু এখন দেশটিতে দৈনিক সংক্রমণের হার অনেক বেড়ে গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ