মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পার্সিয়ান নববর্ষের ছুটির সময় লাখ লাখ মানুষ এক স্থান থেকে অন্যত্র ভ্রমণের কয়েকদিনের মাথায় চতুর্থ দফায় ইরানে মহামারি করোনাভাইরাসের প্রকোপ শুরু হয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে এখনই সতর্ক না হলে দেশে ভাইরাসটির সংক্রমণ পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে শঙ্কা করছেন খোদ দেশটির প্রেসিডেন্ট।
আল-জাজিরার শনিবারের প্রতিবেদন অনুযায়ী ইরানের ৩২ প্রদেশের মধ্যে রাজধানী তেহরান সংলগ্ন আলবোর্জ এবং পশ্চিমের ইলাম প্রদেশে করোনা সংক্রমণের চতুর্থ ঢেউ শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। উল্লিখিত দুটি বাদেও দেশটির আরও সাত প্রদেশ চতুর্থ দফায় করোনার প্রকোপের মুখে রয়েছে।
টেলিভিশনে সম্প্রচারিত ইরানের জাতীয় করোনাভাইরাস টাস্কফোর্সের এক সভায় দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, আমরা যদি প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়গুলো বিবেচনা না নেই তাহলে অন্যান্য প্রদেশেও মহামারি এই ভাইরাসের চতুর্থ ঢেউ শুরু হয়ে যাবে। অতএব, আমাদের এ নিয়ে এখনই সতর্ক হওয়া প্রয়োজন।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।