মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনাভাইরাসের (কভিড-১৯) দ্বিতীয় ঢেউ ভারতে প্রকট আকার ধারণ করেছে। দেশটিতে দৈনিক সংক্রমণ লাখ ছোঁয়ার পথে। বেড়েছে মৃত্যুও।
ওয়ার্ল্ডো মিটারের রবিবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ৯২ হাজার ৯৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৫১৪ জন।
ভারতে করোনার মোট সংক্রমণ ১ কোটি ২৪ লাখ ৮৪ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৬৪ হাজার ৬৫৫ জন।
করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যেই দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যে চলছে বিধানসভা নির্বাচন। প্রচারণার অংশ হিসেবে হচ্ছে বিশাল বিশাল জনসমাবেশ। এতে করোনা সংক্রমণের প্রকোপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে করোনার বৈশ্বিক সংক্রমণ প্রায় ১৩ কোটি সাড়ে ১৩ লাখে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছে ২৮ লাখ ৫৮ হাজার ৮৭৪ জন। সুস্থ হয়ে উঠেছেন ১০ কোটি ৫৭ লাখ ২৭ হাজার।
অন্যদিকে রাশিয়ায় করোনায় মৃত্যু এক লাখ ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৩৮৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে প্রায় নয় হাজার শনাক্তে মোট সংক্রমণ ৪৫ লাখ ৭২ হাজারে গিয়ে দাঁড়িয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।