বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সুবর্ণচরে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্টে এক মৎস্য শ্রমিকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। নিহত মো. সালাউদ্দিন উপজেলার ৫নং চর জুবলী ইউনিয়নের চরবাগ্যা গ্রামের আবদুর রশীদের ছেলে। রাত ৯টার দিকে চরজব্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে একই দিন সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নে আবদুল খালেক কন্টাক্টরের এগ্রো ফিশারিজ খামারে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে । জানা যায়, সালাউদ্দিন সন্ধ্যার দিকে সেচ পাম্প দিয়ে মৎস্য খামারের ১টি পুকুরের পানি কমানোর কাজ করছিলেন। এক পর্যায়ে অসাবধানতা বশত সেচ পাম্প থেকেই সে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
পরে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনলে সে মারা যায়। চরজব্বর থানার ওসি মো. জিয়াউল হক বলেন, পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।