Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশুলিয়ায় ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, সাভার | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৯, ৩:১৭ পিএম

ঢাকার সাভারে আশুলিয়ায় একটি নির্মাণাধীন ভবনের পাঁচ তলা থেকে পড়ে আল আমিন নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার আশুলিয়ার কুরগাঁও এলাকার বাসিন্দা আইনজিবী সাহাবুদ্দিনের মালিকানাধীন ভবন থেকে পড়ে ওই শ্রমিকের মৃত্যু হয়।
নিহত আল আমিন (১৮) নীলফামারি জেলারা জলঢাকা থানার পূর্ব শিমুলবাড়ি গ্রামের মো. আহিনূরের ছেলে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বদরুজ্জামান নিহতের সহকর্মীদের বরাত দিয়ে জানায়, কুরগাঁও এলাকার নির্মাণাধীন ওই ভবনে কাজ করতে যান আল আমিনসহ কয়েকজন শ্রমিক। এসময় আল আমিন ভবনের পঞ্চম তলায় ছাদের কিনারে দাঁড়িয়ে নিচ থেকে রড টেনে তোলার কাজ করছিলেন। দুর্ঘটনাবশত সে ভবনের পঞ্চম তলা থেকে প্রথমে বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারে আঘাত পেয়ে নিচে পড়ে যান। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে নিকটস্থ গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, এঘটনায় নিহতের স্বজনদের সাথে কথা বলে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্মাণ শ্রমিকের মৃত্যু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ