Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেট-লন্ডন রোডে ৮ এপ্রিল অতিরিক্ত ৩ ফ্লাইটের দাবী আটাবের!

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২১, ৫:৫১ পিএম

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বাংলাদেশ সহ আরও কয়েকটি দেশকে লাল তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্য। এসব দেশের নাগরিকদের প্রবেশ নিষেধজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্যে। এই নিষেধাজ্ঞা কার্যকর হবে আগামী ৯ এপ্রিল। এই নিষেধাজ্ঞার ফলে সিলেটে আসা যুক্তরাজ্য প্রবাসী ও পর্যটক এবং যুক্তরাজ্যে গমনেচ্ছু বাংলাদেশি শিক্ষার্থী সহ অন্যরা পড়বেন নিদারুন সংকটে। সংকট লাগবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে সিলেট-লন্ডন রুটে ৯ এপ্রিলের আগে অতিরিক্ত ৩টি ফ্লাইট পরিচালনার দাবি জানিয়েছে এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)। তবে বিমান বাংলাদেশ অফিস সূত্র নিশ্চিত করেছে অতিরিক্ত মাত্র ১টি ফ্লাইটের তথ্য।
সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, আটাব নেতৃবৃন্দ সহ সিলেটের বিশিষ্টজন এবং যুক্তরাজ্যে কমিউনিটি নেতারা পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি’র সঙ্গে যোগাযোগ করে এব্যাপারে সহযোগিতা চান। সেই সাথে সুপারিশ করেন বিমানের ৩টি অতিরিক্ত ফ্লাইট পরিচালনার।
তবে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মার্কেটিং ডিরেক্টর মো. শওকত হোসেন বলেন, আটাবের আবেদনের পরিপ্রেক্ষিতে ৮ এপ্রিল অতিরিক্ত একটি ফ্লাইট পরিচালনা করা হতে পারে। যদিও চূড়ান্ত হয়নি এখনো কোনো সিদ্ধান্ত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফ্লাইট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ